প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ৬:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৪, ১:১৫ পূর্বাহ্ণ
রাজবাড়ীতে হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড
রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ীতে বৃদ্ধা আশালতা দাশ (৭৫) কে হত্যা মামলায় বিশ্বজিৎ কুমার বিশ্বাস (২৯) নামে একজনের মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দন্ডপ্রাপ্ত আসামীকে ২০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেছে আদালত।
বিশ্বজিৎ কুমার বিশ্বাস রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের সরিষা গ্রামের সুজিত কুমার বিশ্বাসের ছেলে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ীর সিনিয়র দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভিন এ রায় দেন। রায়ের সময় দন্ডপ্রাপ্ত আসামী আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ১২ ফেব্রুয়ারি, ২০২৪ (সোমবার) রাতে আশা লতার পাংশা উপজেলার সরিষা গ্রামের নিজ বাড়িতে হত্যা করা হয়। পরদিন মঙ্গলবার সকাল ৭টায় পাংশা থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেন। ওই দিন নিহতের জামাই স্বজন কুমার বিশ্বাস বাদী হয়ে পাংশা থানায় ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘদিনের সাক্ষ্যপ্রমাণ শেষে আসামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড করার নির্দেশ প্রদান করেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. উজির আলী শেখ বলেন, আসামী বিশ্বজিৎ কুমার বিশ্বাসের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণীত হওয়ায় দন্ডবিধি ৩০২ ধারায় ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
সাত দিনের মধ্যে উচ্চ আদালতে আপীলের আবেদন করবেন বলে জানান আসামীর পরিবারের সদস্যরা।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.