মোঃ হামজা, রাজবাড়ী
রাজবাড়ীর পদ্মায় জেলের জালে বিশাল আকৃতির একটি বাগাইড় মাছ ধরা পরেছে। ওজন দিয়ে দেখা গেছে মাছ ২৯ কেজি ৬০০ গ্রাম।
শুক্রবার ভোরে পদ্মা নদীর কোসাহাটা এলাকায় জেলে রাম হলদারের জালে মাছটি ধরা পরে।
পরে মাছটিকে দৌলতদিয়ার মহন মন্ডলের আড়তে নিয়ে আসলে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ৩৮ হাজার ৪৮০ টাকায় মাছটি কিনে নেন শাকিল সোহান মৎস আড়তের মালিক শাজাহান মিয়া সম্রাট।
মাছ ব্যবসায়ী শাজাহান মিয়া সম্রাট বলেন, পদ্মায় পানি বৃদ্ধির ফলে এখন মাঝে মধ্যেই এমন বড় মাছ ধরা পরছে।
শুক্রবার সকালে ধরা পরা মাছটি পল্টুনের সাথে বেধে রাখা হয়েছে। সামান্য লাভ পেলেই বিক্রি করা হবে।