রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর পাংশায় পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ১৫ আহত হয়েছে। সোমবার সকালে উপজেলার বাবুপাড়া সুজা নগর ও শরিষা ইউনিয়নের রূপিয়াট এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মুকুল মিয়া, মো. কাশেম আলী, সুজন, মারিয়া ও ফামিদা।
আহতরা জানান, হঠাৎ করে একটা পাগলা কুকুর মানুষ দেখলেই কামড়াতে শুরু করে। কুকুরের কামড় থেকে বাঁচতে অনেকেই াসা-বাড়িতে গিয়ে আশ্রয় নেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. কুতুবউদ্দিন জানান, কুকুরের কামড়ে আক্রান্ত সাতজনকে এখন পর্যন্ত আমরা চিকিৎসা দিয়েছি। যারা আহত হয়েছেন তাদের হাসপাতালে এসে চিকিৎসা নিতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাদের ভ্যাকসিন নিতে হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.