মো: গোলাম কিবরিয়া। রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদের তিনটি পুকুরে বিষ দিয়ে কোটি টাকা মাছ লুট করা হয়েছে।
বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভা এলাকায় এমপির নিজ গ্রাম জামগ্রামে অবস্থিত পুকুরগুলো। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে এমপির মাছ চাষের ব্যবসায়ীক পার্টনার হাসিবুল আলম শাওয়ন।
লিজ নিয়ে নিজে পুকুরগুলোতে মাছ চাষ করতেন এমপি আবুল কালাম আজাদ। তবে গত সংসদ নির্বাচনের মাসখানেক আগে অর্ধেক শেয়ার বিক্রি করে দেন তিনি। রাজশাহী ফিড ব্যবসায়ী অনন্যা ইন্টারপ্রাইজের মালিক হাসিবুল আলম শাওয়ন শেয়ার কিনে নেন। গত বছরের ১০ ডিসেম্বর এমপি কয়েকটি পুকুরের শেয়ার বিক্রি করে দেন।
হাসিবুল আলম শাওয়ন বলেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান সাংসদ আবুল কালাম আজাদ। ওই দিন এমপির বাড়িতে হামলা করে অগ্নিসংযোগও করা হয়েছিল। এর পর থেকে এমপি কয়েকটি পুকুর দখল ও মাছ লুটের চেষ্টা চালানো হয়। কিন্তু বিভিন্নভাবে পুকুরগুলো রক্ষা করার চেষ্টা করা হয়েছে।
তিনি বলেন, গত শুক্রবার একটি পুকুরে মাছ ধরতে জাল ও জেলে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু স্থানীয় বিএনপি নেতারা মাছ মারতে বাধা দেয়। এর পর শনিবার দিবাগত রাতে এক সঙ্গে তিনটি পুকুরে বিষ দেওয়া হয়ে। এতে মাছ মরে গিয়ে ভেসে উঠে। এর পর সকাল থেকে দুপুর পর্যন্ত বিএনপির নেতাকর্মীরাসহ গ্রামের লোকজন মাছ লুট করে নিয়ে যায়। এতে তাদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
আত্মগোপনে থানায় এমপির বক্তব্য পাওয়া যায়নি। তবে বাগমারা থানার ওসি অরবিন্দ সরকার বলেন, পুকুরে বিষ দিয়ে মাছ নিধন বা লুট করার কোন অভিযোগ পায়নি। অভিযোগ আসলে তদন্ত করে আইনী ব্যবস্থা নেওয়া হবে।