স্টাফ রিপোর্টার
মোঃ শাহিনুর রহমান আকাশ,রাজশাহী
[caption id="attachment_1593" align="aligncenter" width="386"] অপহৃত নাবালিকাকে উদ্ধার করেছে র্যাব-৫[/caption]
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল ০৬ মে রাজশাহী মহানগর এলাকায় আরএমপি, রাজশাহী এর বোয়ালিয়া থানাধীন ২৪ নং ওয়ার্ডস্থ খরবোনা মৌজাস্থ জনৈক মোঃ মধু মিয়া (৪৫), পিতা- মৃত রহম আলী এর বসতবাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে। এজাহার ভুক্ত আসামী মোঃ জামিল হোসেন ওরফে তারেক জামিল (২২)কে গ্রেফতার করেছে রাজশাহী র্যাব-৫,।
গ্রেফতারকৃত আসামে পিতার নাম - মোঃ আইনুল ইসলাম ওরফে আয়নাল হক,
মাতা- তারিফা বেগম ওরফে তারা বেগম, সাং- ফাজিলপুর (জেলেপাড়া), থানা- মহাদেবপুর, জেলা- নওগাঁ ও অপহরনকৃত প্রিয়াংকা বর্মন (১৬) কেউদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত ঘটনা সত্যতা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদেরকে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য নওগাঁ জেলার মহাদেবপুর থানার মামলা নং-১২/৪৬, তারিখ- ১১ ফেব্রুয়ারী, ২০২৪, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ সালের (সংশোধনী ২০০৩) এর ৭/৩০ মূলে হস্তান্তর করা হয়েছে
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.