রায়গঞ্জ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
পুরাতন বগুড়া রোড নামে পরিচিত আন্চলিক মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জের চকনুর এলাকায় মগরোবের বাড়ীর সামনে পাকা সড়কের এক অংশ আনুমানিক ১০০ ফুট রাস্তা দেবে গেছে। সৃস্টি হয়েছে খানাখন্দের। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে অসংখ্যক যানবাহন, স্কুল-কলেজ পড়ুয়া শত শত শিক্ষার্থী ও জণসাধারন। মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ দুপুরে সরেজমিনে দেখা যায়, সড়কের মাত্র ১০০ ফুট রাস্তা দেবে গেছে। দেখা দিয়েছে খানাখন্দের। ইতি পূর্বে মাটি ফেলে সংস্কার করা হলেও পাকা করা হয়নি। হেলে-দুলে চলছে ইজিবাইক, সিএনজি, অটোভ্যান, বাস, ট্রাক সহ বিভিন্ন ধরনের যানবাহন। এদিকে বেশ কয়েকজন যানবাহন ড্রাইভারদের সাথে কথা হলে তারা জানান, অনেক দিন ধরেই এখানে খানাখন্দের সৃস্টি হয়েছে। মাঝেমধ্যে ইট ও মাটি ফেলে সংস্কার করা হলেও পাকা করা হচ্ছে না। ফলে আমাদের মতো চালকদের জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে। তাছাড়া বৃস্টি হলে তো কোনো কথায় নেই। এমতাবস্থায় উপজেলার চকনুর এলাকার সড়কের মগরোবের বাড়ীর সামনে উন্নত মানের গাইট ওয়াল সহ রাস্তাটুকু সংস্কার করার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন, এ সড়কে যাতায়াতকারী হাজারো মানুষ।