প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৮:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৪, ২:২৬ পূর্বাহ্ণ
রায়গঞ্জে অযত্নে-অবহেলায় নস্ট হচ্ছে লক্ষ লক্ষ টাকার দুটি সম্পদ
মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের গ্রামপাঙ্গাসী বাজারের দক্ষিণ পাশে অবস্হিত পশু চিকিৎসা কেন্দ্রটি অযত্নে, অবহেলা ও তদারকির অভাবে দীর্ঘ দুইযুগ ধরে পড়ে আছে। অপরদিকে অযত্ন অবহেলায় পড়ে আছে গ্রামমপাঙ্গাসী কাচা বাজারের পিছনে অর্থাৎ বাজারের পূর্বদিকে অকেজো হয়ে পড়ে আছে কৃষকদের জন্য ব্যবহৃত বিএস কোয়াটার্টি। ফলে ভোগান্তিতে পড়েছেন এই অঞ্চলের কৃষকেরা। এই এলাকার বিপুল সংখ্যক মানুষ গবাদি পশু লালন-পালন করে থাকেন। তাছাড়া এই এলাকার অধীকাংশ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল। বর্তমানে এই দুটি প্রতিষ্ঠানের অবস্হা খুবই শোচনীয়। অচলাবস্হায় পড়ে আছে শুধু জরাজীর্ণ ঘর দু'টি। এমতাবস্থায় এলাকার গবাদি পশু পালন ও কৃষকদের কথা বিবেচনা করে উক্ত ভিএস কোয়ার্টার ও পশু হাসপাতালটি পূনরায় চালু করার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন অত্র এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.