রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন ৬ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৪র্থ ধাপে রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ১৫ জন প্রার্থী। চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী অনলাইনে মনোনয়ন ফরম দাখিল করেছেন।
বৃহস্পতিবার (৯ মে) মনোনয়ন ফরম দাখিলের শেষ দিনে মোট ১৫ জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেন। বিষয়টি নিশ্চিত করেন রায়গঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান। রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম দাখিল করেছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদি আল মাজি জিন্নাহ, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি গোলাম হোসেন শুভন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ভিপি আমিনুল ইসলাম শিহাব,
রায়গঞ্জ উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক জুয়েল। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দেন, বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু, উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম মাইকেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক লিটন খান, সাবেক উপজেলা কৃষক লীগের সভাপতি ফরহাদ আলী, আব্দুর রউফ সরকার বকুল ও রফিকুল ইসলাম।
এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান নিষ্কৃতি রানী দাস, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লিনা হক লুৎফা, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক পাপিয়া পারভীন পরি ও অন্যনা সাথী।
ঘোষিত তফসিল অনুযায়ী, ৪র্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে রায়গঞ্জ উপজেলায় মনোনয়ন ফরম দাখিল করার শেষ দিন ৩টি পদে ১৫ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। মনোনয়ন ফরম যাচাই-বাছাই করা হবে আগামী ১২ মে শনিবার।উল্লেখ্য মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ তারিখ ১৯ মে রবিবার। প্রতীক বরাদ্দ ২০ মে সোমবার। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৫ জুন বুধবার।