য়গঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের রায়গঞ্জে ইট ভাটা মালিক সমিতির সভাপতি আবু হানিফ খানের এস এন বি ইট ভাটার ডাকাতির ঘটনা ঘটেছে। জানা যায় উপজেলা চান্দাইকোনা ইউপির সরাইহাজিপুর গ্রামের প্রায় ২০ বছর পূর্বে এস এন বি ইট ভাটা গড়ে ওঠে। মঙ্গলবার মধ্য রাত্রে ১৪ – ১৫ জনের একটি সঙ্গবদ্ধ ডাকাত দল অস্ত্রশস্ত্র নিয়ে ভাটায় প্রবেশ করে প্রথমেই নিরাপত্তা কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে। তাদের নিকট থেকে মোবাইল ছিনিয়ে নেয়, এর পর ডাকাত দল তাদেরকে একটি রুমের মধ্যে অবরুদ্ধ করে রাখে। এর পর শুরু করে ডাকাত দল তাদের কার্যক্রম, প্রায় ৩ ঘন্টা সময় ধরে চলতে থাকে ডাকাত দলের তান্ডব। ভাটায় অবস্থিত রুমের মধ্যে থাকা বৈদ্যুতিক অনেক বড় ট্রান্সফর্মার খুলে তার ভিতরে থাকা মালামাল ও ৬ লাখ টাকার বৈদ্যুতিক তার নিয়ে যায়। ইটভাটার নিরাপত্তা প্রহরী লুৎফর রহমান বলেন ডাকাত দলটি প্রথমে আমাকে অস্ত্রের মুখে জিম্বি করে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে আমাকে অবরুদ্ধ করে, শুরু করে তাদের ডাকাতি কার্যক্রম। চোখের সামনে একের পর এক মালামাল পিক আপ গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। ডাকাত দল চলে যাওয়ার পর আমি পাশ্বের বাড়ির লোকজকে ডাকাডাকি শুরু করি। এসময় মালিক পক্ষকে সংবাদ দেয়া হয়। ভাটা মালিক আবু হানিফ খান বলেন ভোর ৪ টার দিকে সংবাদ পেয়ে আমি ঘটনার স্থলে গিয়ে দেখি আমার ইট ভাটার ব্যবহৃত প্রায় ১২-১৩ লাখ টাকার মালামাল নিয়ে গেছে ডাকাত দলটি। ডাকাতির বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন মৌখিক সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনার সত্যতা রয়েছে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।