প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৪, ১০:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৪, ৭:২৬ অপরাহ্ণ
রায়গঞ্জে করতোয়া উচ্চবিদ্যালয়ে নতুন ৩ শিক্ষক যোগদান-ফুল দিয়ে বরন
রায়গঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের রায়গঞ্জে করতোয়া উচ্চবিদ্যালয়ে এন টি আর সি মাধ্যমে তিন জন শিক্ষক যোগদান করেন। নতুন তিন শিক্ষক যোগদানে শিক্ষার্থী সহ সকল শিক্ষকদের পক্ষ থেকে ফুলদিয়ে বরন করে নেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম।
জানাযায় এন টি আর সির নিয়োগ বিজ্ঞপ্তি মাধ্যমে বিদ্যালয়ে শুন্য পদের বিপরীতে চাহিদা দেয়া হয়। উক্ত ৩ টি পদে ৩ জন শিক্ষককে এন টি আর সি ০১-০৯-২৪ ইং তারিখে যোগদানের সুপারিশ করে । যোগ দানকারী শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক সহকারী শিক্ষক (জীববিজ্ঞান), মোঃ কাফি মিয়া সহকারী শিক্ষক (ব্যবসায় শিক্ষা), মোঃ লিটন আক্তার সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা)। দীর্ঘ দিনের শুন্য পদের বিপরীতে ৩ জন্য শিক্ষক একই দিনে যোগদান করায় বিদ্যালয়ের চঞ্চলতা ফিরে এসেছে । তাই শিক্ষক - ছাত্র -ছাত্রীদের পক্ষ থেকে ৩ শিক্ষকে ফুল দিয়ে বরন করে নেয়া হয়। শিক্ষক যোগ দানের বিষয়ে অন্তবর্তীকালিন সরকারের ঘোষিত সভাপতি উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান নিশ্চিত করে বলেন ৩ জন শিক্ষক যোগদান পত্র স্বাক্ষরিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.