রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে। গত ৪ ডিসেম্বর (বুধবার) দিবাগত রাতে ধামাইনগর ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানাযায়, উপজেলার ধামাইনগর ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে আবু সাঈদ এর সাথে একই গ্রামের আজিমের ছেলে শাহিন গংদের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর এক পর্যায়ে গত ৪ ডিসেম্বর (বুধবার) দিবাগত রাতে শাহিন গংরা দলবদ্ধ হয়ে আবু সাঈদের বাড়ীতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাংচুর করে। এই ভাংচুরের কারণে আবু সাঈদের প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। এ বিষয়ে অভিযুক্ত শাহিনের সাথে মোবাইল ফোনে জানতে চাইলে তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি আয়নুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমি অবগত আছি, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশের সহায়তা নেয়া হবে।