মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জের বিভিন্ন এলাকার ছোট বড় দোকান গুলোতে অবশেষে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ঈদকে সামনে রেখে উপজেলার নিমগাছি, চান্দাইকোনা, ধানগড়া ও হাটপাঙ্গাসীসহ বিভিন্ন হাট-বাজারে অবস্থিত ছোট বড় দোকানগুলোতে রোজার প্রথম দিকে তেমন ভিড় দেখা না গেলেও অবশেষে দোকানগুলোতে দেখা যাচ্ছে উপচেপড়া ভিড়।সব বয়সের নারী-পুরুষকে ভিড় করতে দেখা গেছে। ধণি-গরীব সবাই এখন ঈদ মুখী। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, উঠতি বয়সের মেয়েরা মেচিং করে ক্রয় করছেন জামা, জুতা ও জুয়েলারি কস্মেটিক্সও। সাথে পাল্লা দিয়ে পিছিয়ে নেই পুরুষরাও। দেশী বিদেশী পোশাক ক্রয় করতে ব্যস্ত এখন কমবেশি সবাই। প্রতিদিন ফুটপাত থেকে শুরু করে অভিজাত মার্কেটসহ বিভিন্ন বিপণী বিতানগুলোতে দেখা যাচ্ছে কমবেশী বেচাকেনা। এসব দোকানগুলোতে শাড়িসহ রেডিমেট পোশাক কেনার জন্য ছোট বড় সব মার্কেটেই ভির জমাচ্ছেন অনেকেই। শিশু ও নারীদের পাশাপাশি ছেলেরাও ঈদের নতুন পোশাক ক্রয় করতে ভিড় করতে দেখা গেছে উপজেলার বিভিন্ন মার্কেটগুলোতে। উপজেলা সদর মার্কেটগুলো ছাড়াও গ্রামগঞ্জের মার্কেট ও ছোট বড় দোকানগুলোতে ভিড় লক্ষ করা গেছে। উপজেলার বেশ কয়েকজন দোকান মালিকের সাথে কথা হলে তারা জানান, গত বছরের চেয়ে এবার বেচাকেনা খুব একটা ভালো হচ্ছে না। তাছাড়া এখনো পুরোপুরি ঈদের কেনাকাটা শুরু হয়নি। আর দু’একদিন পরেই শুরু হবে ঈদের জমজমাট কেনাকাটা এমনটিই আশাবাদী উপজেলার অধিকাংশ ব্যবসায়ীরা।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.