রায়গঞ্জ প্রতিনিধি:
সরকার পদত্যাগের এক দফা দাবিতে রোববার শুরু হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলন।
এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের রায়গঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সংঘর্ষে এক সাংবাদিক সহ ৬ নিহত এবং অর্ধশত গুলিবিদ্ আহত হয়েছেন। রোববার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় পুড়িয়ে দেয়া হয়। নিহতরা হলেন- দৈনিক খবরপত্রের রায়গঞ্জ প্রতিনিধি প্রদীপ কুমার ভৌমিক, উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেহেদী হাসান ইলিয়াস, সাধারণ সম্পাদক আল-আমিন সরকার, ব্রহ্মগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনায়েন টিটু, ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সরোয়ার লিটন।