রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণের উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে ভূঁইয়াগাঁতী ব্রিজ সংলগ্ন ফুলজোড় নদীতে পোনামাছ অবমুক্তকরনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. মো. হাফিজুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম নজরুল ইসলাম, প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য আশরাফ আলী, আব্দুল্লাহ সরকার সহ আরো অনেকে।
২০২৩-২৪ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় রায়গঞ্জ উপজেলায় অভ্যন্তরীণ জলাভূমি, প্লাবন ভূমি, ধানক্ষেত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৬৬.৬৭ কেজি পোনামাছ অবমুক্ত করা হবে।