প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ১১:০০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৪, ১০:২০ অপরাহ্ণ
রায়গঞ্জে পৌরসভায় নেই ছাউনি সেট, অবহেলায় আর অযত্নে পড়ে আছে ২ কোটি টাকার যানবাহন
রায়গঞ্জ প্রতিনিধি শামীম উদ্দিন খান :
সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভায় যানবাহন রাখার ছাইনি সেট না থাকায় অবহেলায় আর অযত্নে বিনষ্ট হচ্ছে ট্রাক,লড়ি,রোলার, আবর্জনা উঠানোর বেকু মেশিন সহ প্রায় ২ কোটি টাকা যানবাহন।
জানাযায় দুই যুগ আগে এই রায়গঞ্জ পৌরসভাটি ভাড়াটিয়া জায়গায় কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে পৌর সভার নিজস্ব জায়গায় নতুন ভবন নির্মাণ কাজ শেষ হলে পৌরসভার কার্যক্রম নতুন ভবনে চলতে থাকে। কিন্তু পৌরসভা সরকারি ভাবে বরাদ্দকৃত বেশ কয়েকটি ময়লা আবর্জনা পরিবহনের ট্রাক,রোলার মেশিন, বিশুদ্ধ পানি সরবরাহের লরি , ইসকেবেটার (বেকু মেশিন) সহ অনেক গুলো যানবাহন রয়েছে। সরজমিনে গিয়ে দেখা যায় যানবাহন সংরক্ষণ সেট না থাকায় পৌর সভার মাঠের মধ্যে এলোমেলো অবহেলায় আর অযত্নে ফেলে রাখা হয়েছে এ সকল যানবাহন। এতে রোদ- বৃষ্টিতে ভিজে পুড়ে নষ্ট হচ্ছে সরকারের কোটি কোটি টাকার সম্পদ। এ বিষয়ে রায়গঞ্জ উপজেলার দায়িত্ব প্রাপ্ত পৌরপ্রশাসক এ্যাসিল্যান্ড (ভূমি) আফিফান নজমুর সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি সত্যতা স্বীকার করে বলেন আমি মাত্র দায়িত্ব গ্রহণ করার পর দেখলাম পৌরসভার গাড়িগুলো অযত্নে নষ্ট হয়ে গেছে এগুলো নিলামপ্রক্রিয়ার মাধ্যমে বিক্রি করে নতুন করে ক্রয় করা হবে । গাড়ী সংরক্ষণ করার জন্য ছাউনি সেটা নির্মাণের চেষ্টা চলছে।
সাবেক পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠান এই পৌর সভায় নানামুখী লাখ লাখ টাকার প্রকল্প গ্রহণ করলেও কোটি কোটি টাকার সম্পদ সংরক্ষণের জন্য কোন ছাউনি সেট নির্মাণ প্রকল্প গ্রহণ করেনি।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.