রায়গঞ্জ প্রতিনিধি: শামীম উদ্দিন খান :
সিরাজগঞ্জের রায়গঞ্জে পৌর বাসস্ট্যান্ডে লোটাস কামাল নামেই যেন গোল চত্বর। দুই পাশ খোলা থাকলেও দুই পাশ বন্ধ রয়েছে। যানজটে প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছে শত শত পথচারীরা।
জানাযায় ,রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুল্লাহ আল পাঠান পৌর বাসস্ট্যান্ড চৌরাস্তার যানজট নিরসনে প্রায় ১০ লক্ষ টাকায় ১টি গোল চত্বর নির্মাণ করেন। সাবেক অর্থমন্ত্রী লোটাস কামালের নামে গোল চত্বরটি নাম করন করা হয়। কিন্তু যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই গোল চত্বরটি নির্মাণ করা হয় বাস্তবে তা যেন গণমানুষের কোন কাজে আসছে না। খোঁজ নিয়ে জানা যায়, পৌরসভার টোল আদায়ের সুবিধার জন্য গোল চত্বরটির পূর্ব দক্ষিণ পাশ দোকান বসিয়ে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। যান চলাচল করছে উত্তর পশ্চিম পাশ দিয়ে। গোল চত্ত্বরটি দুটি পাশ বন্ধ রাখায় পৌর টোল আদায়ে সুবিধা হলেও প্রতিদিন যানজটে ভোগান্তির শিকার হচ্ছে শতশত পথচারীরা ।গোল চত্বরটির ব্যবহারে সুযোগ থেকে অধিকার বঞ্চিত হচ্ছে প্রতিদিন উপজেলায় যাতায়াতকারী শত শত পথচারী।
এ ব্যাপারে সাবেক পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠানের নিকট এলাকাবাসী বারবার অভিযোগ করেও কোন লাভ হয়নি। বর্তমান পৌর প্রশাসকের নিকট পৌর বাসিন্দা ও উপজেলা বাসীর প্রশ্ন এই যানজট আর কতদিন চলবে।