প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৫, ৪:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২১, ২০২৪, ১:৩৫ পূর্বাহ্ণ
রায়গঞ্জে বিধবার জমিতে জোর-পূর্বক চাষাবাদের অভিযোগ
রায়গঞ্জ(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে অসহায় বিধবা ও তার মেয়েকে মারধর, জমি দখলের অভিযোগ উঠেছে।
জানাযায়, উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের চকনুর গ্রামের মৃত জামাত আলীর সাথে ১ম স্ত্রী মারা যাওয়ার পর ২০০৮ সালে গংগ্রামপুর গ্রামের আকবর আলীর মেয়ে আকিতা খাতুনের বিয়ে হয়। বিয়ের ১৪ বছর পর গত ২৮-০১-২০২২ইং তারিখে জামাত আলী মৃত্যু বরণ করেন। মৃত্যুর আগেই জামাত আলী তাঁর ২য় স্ত্রী আকিতা খাতুনের নামে বসতবাড়ি ও আবাদি জমি সহ মোট ১১৮ শতক জমি লিখে দেয়। মৃত্যুর পর থেকেই ১ম পক্ষের ছেলে আনিছার আলী গংদের সাথে দীর্ঘদিন ধরে বিধবা আকিতা খাতুনের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ১ম পক্ষের ছেলে আনিছার আলী, বাবলু শেখ গংরা আমার জমিতে প্রতি বছর ধান চাষ করে। তাদের কে বাধা দিলে তারা গালিগালাজ ও হত্যার হুমকি দেয়। বর্তমানে অসহায় বিধবা আকিতা খাতুন ছেলে মেয়েদের নিয়ে আতংকে দিন কাটাচ্ছেন।
এ বিষয়ে ভুক্তভোগী আকিতা খাতুনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), অফিসার ইনচার্জ সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ দিয়েও কোন প্রতিকার মিলছে না। আমি প্রশাসনের সকল কর্মকর্তাদের কাছে ন্যায় বিচার চাচ্ছি।
এ বিষয়ে অভিযুক্ত আনিছার কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি মোবাইল ফোনটি রিসিভ করেননি।
পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম নান্নুর কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি নিয়ে একাধিক বার বিচার-শালিস হয়েছে, কিন্তু সমাধান করতে পারি নাই।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন-অর রশিদের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয় অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.