মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের ইসলামাবাদ ছাইদিয়া দারুল উলুম মাদ্রাসা একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা। এখানে রয়েছে মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, ঈদগা মাঠ ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া এখানে বাৎসরিক তিনদিন ব্যাপী সিরাতুন্নবী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। যেখানে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশগ্রহণ করে থাকেন। তাছাড়া উক্ত খেলার মাঠটি আশপাশের শিক্ষার্থীদের একমাত্র খেলার মাঠ।কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, একটু বৃষ্টি হলেই সৃষ্টি হয় মাদ্রাসা মাঠে জলাবদ্ধতা। বছরের অধিকাংশ সময় ব্যবহার অনুপযোগী হয়ে থাকে। ফলে সারা বছরই খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। এমতাবস্হায় আসছে ১১,১২ ও ১৩ ডিসেম্বর ২০২৪ অনুস্ঠিত তিনদিন ব্যাপী সিরাতুন্নবী ও দোয়া মাহফিলের আগেই উপজেলার হাটপাঙ্গাসী ইসলামাবাদ সাইদিয়া দারুল উলুম মাদ্রাসা মাঠে মাটি ফেলে ভরাট ও পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন অত্র এলাকাবাসী।