প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৯:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৫, ২০২৪, ৪:৪০ পূর্বাহ্ণ
রায়গঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ হতে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত
লোকমান হোসেন (মিলন), রায়গঞ্জ (সিরাজগঞ্জ)প্রতিনিধি:
ছাত্র সমাজ এক হও দূর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াও এই স্লোগান কে সাথে নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জের নিমগাছী বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ হতে, আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।নিমগাছী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন হতে উক্ত র্যালীটি বের হয় এবং উক্ত র্যালী নিমগাছী বাজার প্রদক্ষিন করে নিমগাছী মাঠ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।পরবর্তীতে নিমগাছী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় দূর্নীতিবাজ, চাদাবাজদের রুখে দেওয়া ও সোনাখাড়া ইউনিয়নের উন্নয়ন ও বন্যার্তদের সাহায্য ও সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়।উক্ত আলোচনা সভা ও র্যালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের সাথে নিমগাছী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কে.এম ইউনুস রবিন ও নিমগাছী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম বারী তালুকদার ও পুল্লা দাখিল মাদ্রাসার সুপারইনডেন্ট হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.