ষ্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া গ্রামের বাসিন্দা মোঃ আঃ রশীদ ও প্রতিপক্ষ মোঃ শামচুল হক ও তার সন্ত্রাসী ছেলে রেজাউল করিম (রওশন) ছোট ভাই আলিফ গংরা গতকাল রবিবার রাতের আঁধারে প্রতিপক্ষ মোঃ আঃ রশীদের পরিবারের উপর লাঠি সোটা নিয়ে হামলা করে। পরে স্থানীয় লোক জনের সহযোগিতায় প্রাণে বেঁচে যায় আঃ রশিদ। জানা গেছে, আঃ রশিদ দুই মাস পূর্বে উপজেলা ভূমি অফিসে প্রতিপক্ষ শামচুল হকের বিরুদ্ধে একটি জমি সংক্রান্ত বিষয়ে মিসকেস দেয়।
এর প্রেক্ষিতে গত শনিবার ১৭ আগষ্ট মিসকেস নোটিশ শামসুল হকের বাড়িতে পৌছায় আর এর পর থেকেই মোঃ আঃ রশীদ কে বিভিন্ন ভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে শামচুল গাংরা। ইতিপূর্বেও সন্ত্রাসী রেজাউল ও তার ভন্ড বাবা শামচুল হকের পরিবার অসহায় মোঃ আঃ রশীদ কে হত্যার হুমকি দেয়। এ বিষয়ে অভিযুক্ত ভোক্তভুগী মোঃ আঃ রশীদ অশ্রসজল চোখে বলেন আমি একজন অসহায় হতদরিদ্র মানুষ উপজেলা পর্য়ায়ে জমির বিষয়ে মিসকেস দেওয়ায় আমাকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এ ব্যাপারে রেজাউল করিম রওশন কে একাধীক ফোন কল দিলেও পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্য়ন্ত থানায় মামলা দায়ের প্রস্ততি চলছে।