রায়গঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে মাষ্টার তেল পাম্পে কারসাজির মাধ্যমে তেল চুরি ঘটনা হাতে নাতে ধরা পড়ায় ট্রাক চালক ও পাম্পকতৃপক্ষের মধ্যে দারুণ হৈয় চৈয় হয়েছে।
জানাযায়, উপজেলার চান্দাইকোনা ইউপির সিমলা গ্রামের স্বর্গীয় প্রদীব কুমার সাহার পুত্র প্রবীর সাহ দাথিয়া মোজায় ঢাকা বগুড়া মহাসড়কের পাশ্বে একটি তেল পাম্প স্থাপন করে তেল বিক্রি করে আসছিল।
রবিবার সকাল ৮ টার দিকে স্থানীয় আদির এন্টারপ্রাইজ (৩) ড্রাম ট্রাকে তেল তুলতে যায় ডাইভার আনোয়ার। ট্রাক ডাইভার ৩ হাজার টাকার তেল চাইলে তাকে ২০.৬৫ লিটার তেল দিয়ে ৩ হাজার টাকার রিসিভ ধরিয়ে দেয়।এসময় ট্রাক ডাইভার তেলের মিটার ফলো করলে বেরিয়ে পড়ে থলের বিড়াল। অবস্থা বেগতিক দেখে তেল পাম্পের দায়িত্ব প্রাপ্ত ম্যানেজার নিতাই চন্দ্র দাস ও সত্যনাত চন্দ্র দাস দামাচাপার চেষ্টা করে। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে বাধ বিতান্ডা উত্তেজনা বিরাজ করে। পরে চুরি যাতওয়া ৭.০৫ লিটার তেল দিয়ে বিষয়টি সমজতার চেষ্টা চালায়। ট্রাক ডাইভারদের অভিযোগ মাষ্টার তেল পাম্পে এটা প্রথম কোন ঘটনা নয়, এরা প্রতিনিয়ত এমনটা করে আসছে। কারণ বেশির ভাগ ট্রাক ডাইভারা ততোটা লেখা পড়া জানে না তারা অনেকটাই সহজ সরল। আর এই সরলতার সুযোগ কাজে লাগিয়ে মাষ্টার পাম্পের মালিক প্রবীর সাহ তার কর্মচারিদের সাথে যোগসাজশ করে প্রতি দিন হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।
তেল চুরির ঘটনাটি ইতি পূর্বেও একাধিক বার ধরা পড়েছে এমনকি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থ দন্ড হয়েছে। এর পরেও থেমে নেই মাষ্টার (পিংকি) তেল পাম্পের তেল চুরির ঘটনা।
তেল চুরি বিষয়ে তেল পাম্প মালিক প্রবীর সাহ এর সাথে কথা বলতে চাইলে তিনি কথা বলতে রাজি নয়।
ম্যানেজার নিতাই চন্দ্র দাস এর কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন আমি দায়িত্বে ছিলাম না দায়িত্বে ছিল সত্যনাথ চন্দ্র দাস।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.