রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো বাস্তবায়নে সিরাজগঞ্জের রায়গঞ্জে পথসভা ও ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে জাতীয়তাবাদী যুবদল রায়গঞ্জ উপজেলা শাখার আয়োজনে পাঙ্গাসী বাজার ও ধানগড়া বাসস্ট্যান্ডে প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠান ও সাধারণ মানুষদের মাঝে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়। পরে ধানগড়া বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
রায়গঞ্জ উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওয়াবায়দুল খান প্যারিসের সঞ্চালনায় পথসভা ও লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
অনুষ্ঠানের প্রধান অতিথি নুরুল ইসলাম নয়ন বলেন, বাংলাদেশ নিয়ে যে কোন ষড়যন্ত্র রুখে দাঁড়াবে জনগণ গত ১৬ বছর ধরে ফ্যাসিবাদী সরকার দেশের মানুষের স্বাধীনতা হরণ করেছে। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হলেও জনগণের কোনো স্বাধীনতা ছিল না। পার্লামেন্ট থাকলেও কার্যকারিতা ছিল না, এবং নির্বাচন কমিশন থাকলেও ভোটাধিকার ছিল না তিনি আরো বলেছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার আওয়ামী সরকারের পতন হয়েছে। এই গণ অভ্যুত্থানে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির প্রায় চার শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছে। হাসিনাসহ স্বৈরাচার সরকারের সকল দোসররা পলাতক রয়েছে। কিন্তু তাদের ষড়যন্ত্র থেমে নেই। বিদেশে অবস্থান করে তারা দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু বলেন, সাধারণ সম্পাদক নুরুজ্জামান মুরাদ, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আল আমিন খান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, উপজেলা বিএনপির সভাপতি শামসুল হক, সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক, সহ-সভাপতি দুলাল হোসেন খান, পৌর যুবদলের আহবায়ক বোরহান উদ্দিন, সদস্য সচিব স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোকাদ্দেস হোসাইন সোহান, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইকবাল, সদস্য সচিব সাইফুল্লাহ সজল সহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মী বৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.