রায়গঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের সলঙ্গায় গুডনেইবারস্ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে ২৫০ জন সুবিধা বঞ্চিত অসহায় ও হত দরিদ্র শিশুদের মাঝে পুষ্টিকর খাদ্য ও নিত্য প্রয়োজনীয় উপকরন বিতরন করা হয়েছে।
সোমবার(২২এপ্রিল)সকালে কেসি ফরিদপুর উচ্চ বিদ্যালয় মাঠে গুডনেইবারস্ সিরাজগঞ্জ সিডিপির ম্যানেজার মোশারফ হোসেনের সভাপতিত্তে ও গুডনেইবারস্ নলকা সিডিপির প্রগাম অফিসার শাফি উদ্দিনের সঞ্চালনায়,
বক্তব্য রাখেন ,রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো:জাকির হোসেন, নলকা সিডিপির সভাপতি আবু বক্কর সেখ,সিরাজগঞ্জ সিডিপির এ্যাডমিন ম্যানেজার অনুকুল মোল্লা ,মেডিকেল অফিসার আব্দুর রহমান সহ প্রমুখ।
এসময় নলকা সিডিপির ২৫০ জন সুবিধা বঞ্চিত অসহায় ও হত দরিদ্র শিশুদের মাঝে পুষ্টিকর খাদ্য ও নিত্য প্রয়োজনীয় উপকরন বিতরন করা হয়।