মোঃ সাকিব খান, মাগুরা জেলা প্রতিনিধি:
মাগুরার শ্রীপুরে গম, রসুন, পেঁয়াজ, মসুরিসহ রবি মৌসুমের ফসলের জন্য লাইনে দাড়িয়েও সার পাচ্ছে না প্রকৃত কৃষকেরা। ডিলারের যোগসাজশে স্লিপের মাধ্যমে বস্তা বস্তা সার যাচ্ছে অন্যত্র। শনিবার সকালে সরেজমিনে গিয়ে এমন দৃশ্য দেখা যায় উপজেলার কালিনগর বাজারে সরকার অনুমোদিত বি,সি,আই,সি সার ডিলার মেসার্স হোসেন এন্ড সন্স ট্রেডার্সে গিয়ে। কৃষকদের অভিযোগ, আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকেও কোন সার পাচ্ছি না। কিন্তু ডিলারের যোগসাজশে ভ্যানকে ভ্যান সার চলে যাচ্ছে অন্যত্র। সার পাবো কি না তাও জানি না। আমরা কোন সময়ই ঠিক মত সার পাই না।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মেসার্স হোসেন এন্ড সন্স ট্রেডার্সের স্বত্বাধিকারীরা কাজল বলেন, আমি এবারের বরাদ্দে ৪’শ বস্তা সার পেয়েছি। স্লিপের মাধ্যমে কোন সার দিচ্ছি না। সঠিক নিয়মেই সার দেওয়া হচ্ছে।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালমা জাহান নিপা বলেন, এ মৌসুমে সারের চাহিদা বেড়ে যায়। সারের কোম সংকট নেই। ডিলারদের মাধ্যমে সারের সঠিক বণ্ঠনের জন্য আমরা নিয়মিত তদারকি করছি।