মোঃ হামজা শেখ, রাজবাড়ী:
রাজবাড়ীর পাংশা উপজেলায় শিক্ষার্থীদের সাথে নিয়ে পাংশায় বিভিন্ন বাজার মনিটরিং করলেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।
মঙ্গলবার (১৩ আগষ্ট) বিকাল ৪ টার দিকে পাংশা উপজেলার সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে পাংশা বাজারে কাঁচা -বাজার, মাছ বাজার সহ বিভিন্ন বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। পাংশা পৌর শহরের প্রধান সড়ক (কালীবাড়ি মোড় থেকে স্টেশন) পর্যন্ত রাস্তার দুইপাশে ফুটপাত দখল করে ব্যবসা করে সাধারণ মানুষের ভোগান্তির কারন তৈরি হয়েছে। ফুটপাত দখল করে ব্যবসা করার কারনে সাধারণ মানুষ ফুটপাত দিয়ে হাটতে পারে না।তারা রাস্তার মধ্যে দিয়ে এলোমেলো ভাবে চলাচল করে। এতে ব্যাপক যানজট সৃষ্টি হয় ও অনেক সময় দুর্ঘটনা ঘটে। তাদের কে ফুটপাত ছেড়ে একটা নির্দিষ্ট স্থানে বসার জন্য বলেন পাংশা উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।
কালীবাড়ি মোড়ের কিছু ব্যবসায়ী দোকান থেকে বাইরেও দোকানের মালামাল রাখার কারনে চলাচলের জায়গা ছোট হয়ে যায়। এতে করে চরম ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষের। উপজেলা নির্বাহী অফিসার মোহম্মদ জাফর সাদিক চৌধুরী তাদের কে দোকানের বাইরে মালামাল রাখতে নিষেধ করেন।
তিনি বিভিন্ন বাজার ঘুরে দেখেন।পাংশা বাজারের কয়েক টা মুদি দোকানি নির্বাহী অফিসারের কথা অমান্য করে আবারো ফুটপাতের জায়গা দখল করে দোকানের মালামাল বাইরে রাখে।এ ঘঠনায় তিনজন মুদি ব্যবসায়ী কে এক হাজার টাকা করে মোট তিন হাজার টাকা জরিমানা করা হয়।
বাজার মনিটরিং শেষে তিনি জানান তাদের এই কার্যক্রম চলমান থাকবে।এবং সাধারণ শিক্ষার্থীরা প্রায়ই নজর রাখবে বাজারে।