৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:৪০ মিনিট
  1. অপরাধ
  2. অর্থ ও বাণিজ্য
  3. আড়াইহাজার
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আর্কাইভ
  7. ঈদ আড্ডা
  8. ঈদ আনন্দ
  9. কক্সবাজার
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্রগ্রাম
 

শ্রীপুরের ইউএনও রাখী ব্যানার্জী জন্ম ও মৃত্যু নিবন্ধনে বিভাগীয় সাফল্য অর্জন

প্রতিবেদক
joysagortv
অক্টোবর ৮, ২০২৪ ৬:৩৩ অপরাহ্ণ

মোঃ সাকিব খান, মাগুরা জেলা প্রতিনিধি:
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সেপ্টেম্বর মাসে খুলনা বিভাগের সেরা ১০ উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন মাগুরার শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী। সোমবার সকালে খুলনা বিভাগীয় কমিনারের কার্যালয়ের এক পত্র সূত্রে এ খবর জানা গেছে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বর মাসে উপজেলার ০-১ বছরের শিশু জন্ম নিবন্ধনে মাসিক টার্গেট ছিলো ৩১৮টি। অপরদিকে মৃত্যু নিবন্ধনে ০-১ বছরের মধ্যে মাসিক টার্গেট ছিলো ১০১ টি। পরিসংখ্যান অনুযায়ী শ্রীপুর উপজেলার জন্য নির্ধারিত টার্গেট অতিক্রম করেছে। নিবন্ধনের পরিমাণ শতকরা ১০৪ ভাগ।
এ সাফল্যের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী বলেন, এ অর্জন পুরো উপজেলাবাসীর। বিশেষভাবে  জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের সঙ্গে সংশিষ্ট সকলের অর্জন। এ উপজেলার জন্য নির্ধারিত টার্গেটের চেয়েও বেশি পূরণ করা হয়েছে। এ অর্জন ধরে রাখতে হবে। পুরো বিভাগের মধ্যে প্রথম হওয়ায় ভীষণ ভালো লাগছে। এ প্রাপ্তিতে আমি ব্যক্তিগতভাবে গর্বিত ও আনন্দিত।
সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ - বিজ্ঞান প্রযুক্তি