মোঃ সাকিব খান, মাগুরা জেলা প্রতিনিধি:
মাগুরার শ্রীপুরে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম ও সরবরাহ চেইন তদারকি করতে বিশেষ টাস্কফোর্স বাজার মনিটরিং করছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে বিশেষ টাস্কফোর্স শ্রীপুর উপজেলার শ্রীপুর ও লাঙ্গলবাদ বাজারে মনিটরিং করা হয়।
মনিটরিং দলটি বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে পণ্যের যৌক্তিক মূল্যসহ উৎপাদন, পাইকার ও ভোক্তা পর্যায়ে পণ্যের মূল্য পার্থক্য মনিটরিং করেন। মনিটরিং পরিচালনা করেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জি।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা এর সহকারী পরিচালক ও মাগুরা জেলা বিশেষ টাস্কফোর্স এর সদস্য সচিব মোহাম্মদ মামুনুল হাসান, মাগুরা কৃষি বিপণন অধিদপ্তরের মাঠ ও বাজার পরিদর্শক মোঃ আলমগীর হোসেন, শিক্ষার্থী প্রতিনিধি ও টাস্কফোর্স কমিটির সদস্য বি এম নাসিম উজ্জামান, শ্রীপুর প্রেস ক্লাবের সদস্য সচিব আশরাফ হোসেন পল্টু।
অভিযানে পেঁয়াজ, ডিম ও কাচা বাজারের দাম নির্ধারণ ও মূল্য তালিকা না থাকাসহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের অনুমোদন ও লাইসেন্স দেখাতে না পারায় তাদেরকে আর্থিক জরিমানা করা হয়।