মোঃ হোসেন আলী (ছোট্ট):
দেশব্যাপি হিন্দু সম্প্রদায়ের উপর হামলার গুজব সৃষ্টি ও সংখ্যালঘুদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যাবহারের বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিরাজগঞ্জে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (বুধবার ১৪) সকাল ১১ টায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্যফ্রন্ট সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যফ্রন্ট, সিরাজগঞ্জ জেলা শাখার নেতা এডভোকেট ইন্দ্রজিংৎ সাহা, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপি সহ-সভাপতি ওমর কৃষ্ণ দাস, এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্যফ্রন্ট সিরাজগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। তারা বলেন, সিরাজগঞ্জে তিন-চারটি হিন্দু বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। হামলার শিকার হওয়া বাড়ির মালিকেরা প্রত্যেকেই সক্রিয় আওয়ামীলীগ নেতা ও লুটেরা। পদত্যাগি শেখ হাসিনা সরকার আমলে তারা বিরোধী মত দমনে হামলা মামলা করেছে, যার ফলশ্রুতিতে বিক্ষুদ্ধরা এই হামলা চালিয়েছে। এছাড়া কোথাও কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি। এসময় তারা বিগত সময়ে হওয়া সকল সংখ্যালঘু নির্যাতনের সুষ্ঠ তদন্ত ও ন্যায় বিচার দাবি করেন।
এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ছাত্র ফ্রন্ট রাজশাহী বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক দিপংকর ঘোষ শুভ, মানিক সাহা, সুমিত কুমার সরকার, জয়দেব ঘোষ, বীপন রায়, আনন্দ ঘোষ, পপ্লব, দুলাল সূএধর প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.