সুনীল কুমার, পোরশা (নওগাঁ) প্রতিনিধি :
গতকাল ছিল সনাতন ধর্মে মহাবতার শ্রীকৃষ্ণে’র শুভ জন্মাষ্টমী।
দ্বাপর যুগে এ মহাপুণ্য তিথিতে মথুরা নগরীতে অত্যাচারী রাজা কংসের কারাগারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। বন্দি দেবকী ও বাসুদেবের বেদনাহত ক্রোড়ে তিনি আবির্ভুত হন।
সনাতন শাস্ত্র অনুসারে দুষ্টের দমন ও শিষ্টের লালন করতেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এ পৃথিবীতে আবির্ভুত হন। অত্যাচারীর কিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবংশান্তিহীন পৃথিবীতে শান্তি আনতেই শ্রীকৃষ্ণের আবির্ভাব। তার শিক্ষা হলো অন্যায়কে পরাভূত করে শান্তি প্রতিষ্ঠা করা। তার জন্মের সময় এ বিশ্বব্রহ্মা- পাপ ও অরাজকতায় পরিপুর্ণ ছিল। নানা ভূমিকায় অবতির্ণ হয়ে শ্রীকৃষ্ণ মানব জাতির কাছে জীবন ধারণের অনন্য উদাহরণ রেখে গেছেন।তার বাণী হাজার হাজার বছর ধরে আলোড়িত করেছে বিশ্বকে।