কলাপাড়া প্রতিনিধি।।
কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগীয় প্রধান, বরগুনা জেলার আমতলী উপজেলার চরকগাছিয়া গ্রামের মৃত: মোঃ আবদুস সত্তার মিয়ার পুত্র মোঃ শহিদুল ইসলাম (সোহেল) ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ এর অধীনে ইংরেজী ভাষা ও সাহিত্যে সম্মান সূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। গত ২৮ সেপ্টেম্বর বিকাল ৫.৩০ মি. এ ভারতের কলকাতার হোটেল হিন্দুস্থান ইন্টারন্যাশনাল এ গ্রান্ড কনভোকেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভারত, নেপাল, শ্রীলংকা ও বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্রের মোট ১৭ জন বিশিষ্টজনকে বিভিন্ন বিষয়ের উপরে সম্মান সূচক এ ডিগ্রি প্রদান করা হয়। অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ'র প্রতিনিধি এস.কে বনিক, মি. ড্রিম স্কিন, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এবং বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। তার এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ, ড.মো. শহিদুল ইসলাম ডিগ্রি কলেজ কতৃপক্ষ এবং কলাপাড়ার শিক্ষক সংগঠন'র নেতৃবৃন্দ।
ড.মো.শহীদুল ইসলাম ডিগ্রি কলেজের সাবেক আইসিটি প্রভাষক ও মুসুল্লীয়াবাদ ফাজিল মাদ্রাসার প্রভাষক মো.এরশাদুল ইসলাম জানান, স্যার এর আগেও এ ধরনের সন্মাননা পেয়েছেন। তিনি কলাপাড়া, আমতলী, রাঙ্গাবালী এবং তালতলী উপজেলায় শিক্ষা বিস্তারে কাজ করে গেছেন। পটুয়াখালী এবং বরগুনা জেলায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছেন। তার এ প্রাপ্তিতে এই অঞ্চলের শিক্ষক পরিবার অত্যন্ত আনন্দিত।
ড.মো.শহীদুল ইসলাম বলেন, এ ধরনের প্রাপ্তি যে কোন শিক্ষকের জন্য সন্মানের। আমি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ কতৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সকলের কাছে দোয়া চাচ্ছি ভবিষ্যতে যাতে মানুষের সেবায় কাজ করে যেতে পারি।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.