মো. হোসনে আলী (ছোট্ট):
সরিাজগঞ্জে গ্রুপ থয়িটোর সাংস্কৃতকি সংগঠন নাট্য নকিতেনরে মাস ব্যাপি বশৈাখী মলো
বাংলা নবর্বষ ও নাট্য নকিতেনরে ২০ বছর র্পুতি উপলক্ষে নাট্য নকিতেন আয়োজতি মাসব্যাপী লোকজ সাংস্কৃতকি উৎসবরে তৃতীয় দনিে মুক্তকণ্ঠ সংগীত একাডমেি পরবিশেনায় সাংস্কৃতকি অনুষ্ঠান অনুষ্ঠতি হয়ছে।ে
গতকাল মঙ্গলবার ( ২৩ এপ্রলি) সন্ধায় নাট্য নকিতেনরে আয়োজনে ও মনপিুরী তাঁতী শল্পি জামদানী ও বনোরসী কল্যাণ ফাউন্ডশেনরে র্সাবকি ব্যবস্থাপনায় বজিয় সৌধ ( মুক্তরি সোপান সংলগ্ন) বাজার স্টশেনে বশৈাখী মলো ও লোকজ সাংস্কৃতকি উৎসবরে তৃতীয় দনিে মনোমুগ্ধকর গানরে মধ্যদেয়িে মুক্তকণ্ঠ সংগীত একাডমেি পরবিশেনায় সাংস্কৃতকি অনুষ্ঠান শষেে মুক্তকণ্ঠরে পরচিালক আরফি কে শুভচ্ছো স্মারক তুলে দনে সরিাজগঞ্জ সম্মলিতি সাংস্কৃতকি জোটরে সাধারণ সম্পাদক শখে ইমরান মুরাদ।
অনুষ্ঠানে সম্মলিতি সাংস্কৃতকি জোটরে সাধারণ সম্পাদক ইমরান মুরাদ তনিি বলনে, র্বষবরণ আমাদরে জাতরি একটা অন্যতম কৃষ্টি কালছার। যুগযুগ ধরে বাঙালি জাতি এটা যথাযথভাবে পালন করে আসছনে। আমাদরে অতীত ঐতহ্যি ধরে রাখার একটা অন্যতম উৎসব এ র্বষবরণ। তাই আমাদরে এই সরিাজগঞ্জে মাস ব্যাপি বশৈাখী মলো ও লোকজ সাংস্কৃতকি উৎসব হচ্ছ।
মনপিুরী তাঁতী শল্পি জামদানী ও বনোরসী কল্যাণ ফাউন্ডশেনরে সাধারণ সম্পাদক মো. আমরি হোসনে, তনিি জানান আমাদরে এ মলোটি চলবে ২১ মে র্পযন্ত আবহমান বাংলার ঐতহ্যি লোকজ ও বশৈাখী মলো ও সাংস্কৃতকি উৎসবে ৩০টি স্টল রয়ছে।ে এই স্টলে থাকছে বাহারী রংয়রে আইটমে, রয়ছেে শশিুদরে জন্য নাগর দোলা ও অন্য অন্য আইটমেরে খলো, ও রয়ছেে সন্ধায় নাট্য নকিতেনরে আয়োজনে রয়ছেে সাংস্কৃতকি অনুষ্ঠান। এবং মনপিুরী তাঁতী শল্পি জামদানী ও বনোরসী শাড়রি স্টল।
এসময়ে অনুষ্ঠানে উপস্থতি ছলিনে নাট্য নকিতেনরে প্রতষ্ঠিাতা সভাপতি সাংবাদকি দলিীপ গৌর, মনপিুরী তাঁতী শল্পি জামদানী ও বনোরসী কল্যাণ ফাউন্ডশেনরে সাধারণ সম্পাদক মো. আমরি হোসনে, নাট্য নকিতেনরে অন্যতম সদস্য সৌরভ ঘোষ পনিু, শশিু নাট্য নকিতেনরে সভাপতি ইবনে আল রামজি প্রমুখ।
উল্লখ্যে: মাসব্যাপি মলোয় তৃতীয় দনিওে সাংস্কৃতকি র্কমীদরে পদচারনায় মুখরতি বজিয় সৌধ চত্বর।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.