২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৬:০৫ মিনিট
  1. অপরাধ
  2. অর্থ ও বাণিজ্য
  3. আড়াইহাজার
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আর্কাইভ
  7. ঈদ আড্ডা
  8. ঈদ আনন্দ
  9. কক্সবাজার
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্রগ্রাম
 

সলঙ্গায় অবৈধ ভাবে চলছে মাছের আড়ৎ সমিতির নামে চাঁদা আদায়, হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা

প্রতিবেদক
joysagortv
ডিসেম্বর ২৬, ২০২৪ ৭:৪৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোটার:
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় সলঙ্গা থানাধীন কুতুবের চর মৎস্য আড়ৎদার সমবায় সমিতির লি:-এর নামে ভুয়া সমবায় সমিতি গঠন করে চলছে কোটি কোটি টাকার চাঁদাবাজি। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের একশ্রেণীর অসৎ কর্মকর্তা ও কর্মচারীর সহিত যোগসাযোস করে উক্ত সমিতির সভাপতি মো: আব্দুল হাই, সাধারণ সম্পাদক রতন সিন্ডিকেট করে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।
জানা যায়, কথিত সভাপতি মোঃ আব্দুল হাই, সাধারণ সম্পাদক রতন ও সভাপতির ভাই সুদকারবারি মাহবুব গংরা প্রতিদিন বাজারে আসা ছোট-বড় মাছ পরিহণের সকল গাড়ির ক্ষেত্রে অবৈধ ভাবে ১০০ টাকা করে চাঁদা আদায় করছে। অন্য দিকে মাছ ব্যাবসায়ীদের জিম্মি করে এই চক্রই তাদের নিকট হইতে উচ্চ মূল্যে বরফ কিনতে বাধ্য করছে। মাছ পরিবহনের গাড়ি ধোঁয়া ও অন্যত্রে মাছ লোড দেয়ার জন্য পানিও উচ্চমূল্যে কিনতে বাধ্য করে এই অবৈধ ভুয়া সমিতির নেতৃবৃন্দ। এভাবে তারা হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। উল্লেখ্য, এই বাজার থেকে প্রতিদিন শত শত গাড়ি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তাজা মাছ সরবরাহ করে আসছে। ব্যবসায়ীদের অভিযোগ, এসব কাজের জন্য অতিরিক্ত টাকা নিচ্ছে এই সিন্ডিকেট। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে মাছ ক্রেতা ও বিক্রেতা উভয়ই। এই বাজারে আগত ব্যবসায়ীদের অতিমাত্রায় উল্লেখিত ব্যায় হওয়ার ফলে ক্রেতাদের নিকট বেশি দমে মাছ বিক্রি করতে হচ্ছে ব্যবসায়ীদের।
এদিকে. উক্ত আড়ৎতে জমি লিজ ও দাতা মো: সহিদুল ইসলামের তিন মাসের পাওনা ৪ লক্ষ ৪৫ হাজার টাকা তাকে না দিয়ে অবৈধ ভাবে মো: বায়সু, মো: সদরুল, মো: জামাল মন্ডল, মো: ছারোয়ার বাজারের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক মো: রতন-এর সাথে যোগসাজস করে আত্মসাৎ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপরে জমিদাতা মো: সহিদুল ইসলাম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ আ্ইনগত ব্যবস্থা নিতে সিরাজগঞ্জ জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট সরকারী বিভিন্ন দপ্তর প্রধান বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।
এদিকে, সরকারি নিয়ম অনুযায়ী ১ কি.মি মধ্যে ২টি হাট-বাজার বসানোর বিধান না থাকলেও এখানে অবৈধ ভাবে ১ কি.মি-এর মধ্যে বাজার বসিয়ে নানা কৌশলে চাঁদা আদায়ের বিষয়টি এলাকার জনগণের মাঝে চাঞ্চল্যকর বিষয়ে পরিনত হয়েছে। দিনে দুপুরে বিপুল পরিমাণ চাঁদা আদায়ের করছে অবৈধ এই সিন্ডিকেট।
মাছ বিক্রির জন্য জায়গা বরাদ্দ এবং মাছ মাপার জন্য কাটা/পাল্লাপ্রতি ২ থেকে ৩ লক্ষ টাকা (অফেরৎযোগ্য) এককালিন গ্রহণ
করেছে এই অবৈধ সিন্ডিকেট চক্র। এরূপ শতাধিক মাছ ব্যবসায়ীদের নিকট থেকে লুটে নিয়েছে প্রায় ৩ কোটি টাকা।
সূত্রে জানা যায়, সমবায় আইন লঙ্ঘন ও তথ্য গোপন করে অবৈধ উপায়ে ‘কুতুবের চর মৎস্য আড়ৎদার সমবায় সমিতির লি:’-এর নিবন্ধন নেওয়া হয়েছে। সমিতির ব্যবস্থাপনা কমিটিতে ৬ জনের নাম উল্লেখ থাকলেও গোপনে অবৈধ ভাবে ১৫ জন সদস্য বিদ্যমান রয়েছে বলে জানা গেছে। এছাড়া দির্ঘদিন ধরে এই সমিতির কোন অডিট রিপোর্ট নেই বলেও জানা গেছে।
অন্যদিকে, সদস্য না হয়ে অর্থের বিনিময়ে জায়গা বরাদ্দ পেয়েছেন অনেকে। তাদের মধ্যে রাসেল তালুকদারের ভাই শোভন তালুকদার ৩টি, আইয়ুুব আলী ১টি, আব্দুল হান্নানের নামে ২টি, জলিল তারাশীর নামে ১টি, সুলতান মেম্বার-এর নামে ২টি, হাফিজুলের নামে ১টি, শ্রী কৃষাণের নামে ১টি, শ্রী বেরেন-এর নামে ১টি, শ্রী লঙ্কেশ^রের নামে ১টি রয়েছে। প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে দিনের বেলায় অবৈধ ভাবে এই মৎস্য আড়ৎ বসিয়ে এবং সমতির নামে চাঁদা আদায় বন্ধসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবী জানিয়েছেন এলাকাবাসীসহ ভুক্তভোগীরা।এ ব্যাপারে জানতে রায়গঞ্জ উপজেলা ও জেলা সমবায় কর্মকর্তাকে ফোন দিলেও তারা ফোন রিসিফ করেননি।
সলঙ্গায় একটি বড় বাজার থাকা সত্বেও কিভাবে এই অবৈধ আড়ৎ বাজার বসলো তা রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকতার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি নতুন এসেছি। আমি আসার আগেই বাজার বসানো হয়েছে। তবে কোন অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
(অবৈধ এই আড়ৎ সংক্রান্ত আরো চাঞ্চল্যকার তথ্য এবং কাদের কিভাবে মেনেজ করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তা আগামী সংখ্যাগুলোতে ধাবাহিক ভাবে প্রকাশ করা হবে।)

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ - বিজ্ঞান প্রযুক্তি

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে এমপির পুকুরে বিষ দিয়ে কোটি টাকার মৎস নিধন

ঝিনাইদহ কালীগঞ্জে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন

পোরশায় স্বর্ণকারকে লাঞ্ছিত ১৮ ভরি স্বর্ণ লুট

ডোমারের সাবেক এমপি ও ওসির বিরুদ্ধে মামলা

উল্লাপাড়ায় আমান সিমেন্ট ও ফিড মিলে লেবার এবং ট্রান্সপোর্টের লোড-আনলোডের দায়িত্ব পেলেন আত্মসমর্পণকারী চরমপন্থি নেতা আব্দুল আলীম সরকার

সিটি ব্যাংকে বিবিএ, এমবিএ-তে চাকরি

রাজবাড়ীতে তাঁত শিল্পের সুদিন ফেরানোর দাবীতে গলায় প্লেকার্ড ঝুলিয়ে লুঙ্গি বিক্রি

গাবতলীর পেড়ীহাট কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ৫ম ম্যাচ অনুষ্ঠিত

সিরাজগঞ্জে যমুনানদীর পানি বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত

পীরগঞ্জে তদন্ত প্রতিবেদনে ভুমি কর্মকর্তার পপাতিত্ব!