সলঙ্গা সিরাজগন্জ প্রতিনিধি –
সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের তারুটিয়া এলাকার আওয়ামীলীগ নেতা ভাটা রফিকের বিরুদ্ধে পাওনা টাকা না দিয়ে মামলার বাদিকে হুমকির অভিযোগ উঠেছে।
অভিযোগ সুত্রে জানাজায়, সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের তারুটিয়া এলাকার আবু সাঈদ ফকিরের ছেলে আওয়ামীলীগ নেতা ভাটা রফিক (৪৫) একই এলাকার আলি মুদ্দিনের ছেলে মোঃ সামছুল হক (৫৭) এর কাছ থেকে ৩৬ লক্ষ্য টাকা ব্যবসায়িক কাজে ধার নিয়ে সেই টাকা না দিয়ে দীর্ঘদিন অতিবাহিত করলে সামছুল ইসলাম সিরাজগঞ্জ আমলী আদালতে চেক প্রতারণার মামলা দায়ের করেন। মামলা দেওয়ার পর থেকে ভাটা রফিক সামছুল ইসলামকে সিরাজগঞ্জ কোর্ট চত্বরেসহ বিভিন্ন জায়গায় ভাড়া করা লোক মারফত হুমকি ধামকি দিতে থাকে।
ভুক্তভোগী সামছুল হক জানান, আমি দীর্ঘ ২০ বছর বিদেশ থেকে এসেছি। বিদেশ থেকে আসার পর রফিক আমার কাছ থেকে ভাটার ব্যাবসার জন্য ৩৬ লক্ষ্য টাকা ধার নেয়। নেওয়ার পর থেকে টাকা না দিয়ে বিভিন্ন ভয় ভিতি দেখায়।
আমি গরিব মানুষ সে আওয়ামীলীগ নেতা হওয়ার মাস্তান বাহিনি দিয়ে বিভিন্নভাবে আমাকে মারধর করে। এখন পরিবার নিয়ে চরম বিপাকে আছি অভাব অনটনে রিক্সা চালাচ্ছি।
আমি চেক মামলা করার পর থেকে আমাকে কোর্ট চত্বর সহ বিভিন্ন জায়গায় হুমকি ও মারধর করে গত পরশু আমার আটোগাড়িটি তার মাস্তানদের দিয়ে ভেঙে দেয় এবং আমাকে মামলা না তুললে প্রান নাশের হুমকি দেয়।
আমি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। প্রসাশনের কাছে সুবিচার আশা করছি। এ বিষয়ে অভিযুক্ত ভাটা রফিক কে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রবিউল ইসলাম জানান, অভিযোগ এখনও হাতে পায় নি পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।