প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৫:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২৪, ৯:৩৫ অপরাহ্ণ
সলঙ্গায় র্যাবের অভিযানের পরও মহাসড়কের চোরাই কারবারীদের থামেনি দৌড়াত্ব ।
সলঙ্গা( সিরাজগঞ্জ) প্রতিনিধি -
সিরাজগঞ্জের সলঙ্গা থানায় ধোপাকান্দি এলাকার হাইওয়ে রাস্তার পাশে কিছু মালিকানা জমি ভাড়া নিয়ে সাথে কিছু সরকারি জমি দখল করে কিছু কুচক্রি মহল প্রতিদিন উত্তরবঙ্গগামী বিভিন্ন পন্যবাহী ট্রাক থেকে চোরাই পণ্য সামগ্রী কিনে রাখে প্রায় প্রায় অর্ধেক দামে ।
এসব পয়েন্টের সামনে কালো কাপড় ও টিন দিয়ে বেড়া দিয়ে ভিতরে বিশাল আয়তনের ফাকা জায়গায় ট্রাক ঢুকলেই হত পণ্য খালাস।দিন-রাত ২৪ ঘন্টায় চলত এ মহাযজ্ঞ৷ বিভিন্ন জেলা থেকে আসা ঢাকা গামী পন্যবাহী ট্রাক থেকে নামত রড, সিমেন্ট পাথর , কয়লা,নানা রকম তেল,ভুট্টা, গম,সরকারি চাল সহ নিত্য প্রয়োজনীয় নানা পন্য।যার পরিপ্রেক্ষিতে সেই সকল বস্তায় উঠত মালের পরিবর্তে বালি,মাটি৷ কয়লার পরিবর্তে ট্রাকে উঠত কয়লার ছাই৷
এসব পণ্য নামানোর সাথে সাথেই রাতের আধারে চলে যেত স্থানীয় বিভিন্ন বাজারে।
এতে ক্ষতিগ্রস্থ হয়েছে পণ্য ক্রয়কৃত সাধারণ জনগন ও ব্যবসায়ীরা৷
সাম্প্রতিক সিরাজগঞ্জের সলঙ্গায় প্রশাসনের নাকের ডগাই চোরাই কারবারীদের সিন্ডিকেট শিরোনামে সংবাদ প্রচারের পর র্যাব-১২ এর অভিযানিক দল গত সোমবার (১১ই মার্চ) অভিযান পরিচালনা করে চোরাই সিন্ডিকেটের ৮ জনকে আটক করেন৷ আটকের পর থেকেই এসব অবৈধ সিন্ডিকের বাকী সদস্যরা গা ঢাকা দিয়েছেন৷সেই সাথে কালো পর্দা দিয়ে যে বিশাল আয়তনের যায়গা বেষ্টনি দিয়ে রেখেছিলো তা সরিয়ে ফেলা হয়েছিলো।
তবে বেশ কয়েকদিন পেরিয়ে গেলে আবারও সক্রিয় হয়ে উঠেছে এসব সিন্ডিকেটের বাদবাকি সদস্যরা।
স্থানীয়রা জানান, র্যাবের অভিযানের পর কয়েকদিন এসব পয়েন্টে মাল নামানো বন্ধ ছিলো ৪/৫ দিন পর থেকেই আবারও এসব পয়েন্ট আগের মত চোরাইমাল ক্রয় বিক্রয় হচ্ছে।
সংশ্লিষ্ট প্রসাশনের নজরদারি এসব চোরাইকারবারীদের মহা সড়ক থেকে উৎখাত করতে হবে বলে অনেকেই মনে করেন।
সেই সাথে র্যাবের নিয়মিত অভিযান ও সলঙ্গা থানার হস্তক্ষেপও কামনা করেন তারা।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.