স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সোনাখাড়া ইউনিয়নে গোতিথা গ্রামে অবস্থিত সরকারি ডেবরা পুকুরে স্থাপনকৃত অবৈধ গাইড ওয়াল নির্মান সহকারী ভূমি কমিশনার তানজিল পারভেজের হস্থক্ষেপে ভেঙে গুরিয়ে দিলো।
জানা যায় উপজেলার সোনাখাড়া ইউনিয়নের গোতিথা গ্রামে সমাজ ভিত্তিক মৎস্য অধিদপ্তরের আওতায় সরকারি ৪৪ বিঘা ডেবরা পুকুরের উত্তর পাশে ১০ থেকে ১২ ফুট প্রস্থ ও ২০০ ফুট দৈর্ঘ্য জায়গা ওই গ্রামের প্রবাসীর স্ত্রী আম্বিয়া খাতুন এবং তার দুই ছেলে খালিদ ও সাগরের সহযোগিতা নিয়ে গাইড ওয়াল নির্মান কাজ করছিলো। এমন অবৈধ কাজের সচিত্র সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশ হওয়ার পর সহকারী ভূমি কমিশনার তানজিল পারভেজের নজরে আসে। পরে সরকারি ডেবরা পুকুরের অবৈধ গাইড ওয়াল নির্মান ভেঙে দেয়। এ বিষয়ে সহকারী ভূমি কমিশনার তানজিল পারভেজ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন সরকারি কোন জায়গা দখল করে অবৈধ ভাবে স্থাপনা নির্মান করলে সঠিক তদন্ত করে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে ব্যাবস্থা নেব।