প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৩:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২৪, ৬:২৮ অপরাহ্ণ
সাংবাদিকতায় উন্নত মার্জিত ভাব আদর্শ জরিত হচ্ছে
ঘাটাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সাংবাদিকতায় প্রতি শ্রদ্ধার মান কে অক্ষুন্ন রাখতে এবং সাংবাদিকতা পেশা কে সন্মানজনক পেশা হিসাবে ফিরিয়ে আনতে ইদানিং কিছু উদীয়মান তারুণ্যদীপ্ত
প্রগতিশীলদের আগমন ঘটতে শুরু করেছে যাদের সংস্পর্শে গণমাধ্যম কর্মীদের প্রতি যেঅনাকাঙ্ক্ষিত কমেন্টস আলোচনা সমালোচনা হত তার চির অবসান হতে শুরু করবে এতে করে আদর্শভিত্তিক সাংবাদিকতার গুরুত্ব বাড়বে এবং অশুভ সমালোচনা বন্ধ হবে চিরতরে ।
সাংবাদিকতা একটি জাতির চতুর্থ স্তম্ভ কিন্তু পরিতাপের বিষয় হলো আমরা সেখানে স্থির থাকতে চাই না, কেননা আমরা চাহিদা প্রিয় মানুষ,প্রবীণ এক সাংবাদিক বলেছেন যাদের পারিবারিক স্বচ্ছলতা নেই, পারিবারিক সুশিক্ষা নেই, তারা যেন এই পেশায় না আসে একজন সাংবাদিকের জ্ঞান ও প্রজ্ঞা কৌশল এতটা বিস্তৃত যে, সে সাধারণ মানুষের- পিছিয়ে পড়া ও নিচে পড়া অধিকার বঞ্চিত মানুষের অধিকার আদায়ের কথা গুলো তারউপস্থাপনায় উঠে আসবে একজন সাংবাদিকের জীবন বোধ হবে খুবই সাধারণ সে অনেকটা কৃচ্ছ্রব্রত জীবন নির্মাণে মনোযোগী হবে সে অপরের সন্তুষ্টিতে সে সন্তুষ্ট হবে সে মানবজাতির জন্য নিবেদিত হবে আমরা সেরকম আদর্শবান উচ্চশিক্ষিত মার্জিত কিছু কলম সৈনিক কে আমন্ত্রণ জানিয়েছি এই পেশার প্রতি মনোযোগী হতে ইতিমধ্যে আমাদের সঙ্গে জরিত হয়েছেন দৈনিক মানবাধিকার প্রতিদিন এর স্টাফ রিপোর্টার মোঃ আরিফুর হক (একাউন্টিং মাস্টার্স ও এলএলবি)এবং সরকারী জি বি জি কলেজে প্রভাষক হিসাবে কর্মরত আছেন এছারাও আছেন দৈনিক আলোকিত প্রতিদিননের উপজেলা প্রতিনিধি ও তৃণমূল সমাজকর্মী শিবলু খঃ ওজেলা প্রতিনিধি দৈনিক চেতনায় বাংলাদেশ D C B নিউজ সালাম চান তরফদার ( কবি ও গীতিকার , আমরা চাই সাংবাদিকতার সঠিক মান রক্ষার্থে এরা কাজ করবে যাতে এ জাতি উপকৃত হবে ।
এবং সামাজিক গ্রহণ যোগ্যতার একটি বলয় তৈরী হবে, বিগত দিনে দেখা গেছে কিছু হলুদ সাংবাদিকের আবির্ভাব ঘটেছিলো , তারা শুভ সকালে বাড়ি থেকে বের হয় খালি পকেটে এবং দিন শেষে পাঁচ দশ হাজার টাকার হিসেব করে বাড়ি ফেরে এতে করে সমাজ ও সংস্কৃতির মান নষ্ট হচ্ছে পাশাপাশি সাংবাদিকতা পেশার মান ক্ষুন্ন হচ্ছে, এতে করে সাধারণ মানুষের আস্থা বিশ্বাস ধীরে ধীরে এই পেশার প্রতি উঠে যাচ্ছে । সাংবাদিকতা পেশাটি অনিশ্চিত একটা পথে চলে যাচ্ছে কাজেই এমন দাচের অপ্রিয় মানুষ গুলো যেন দ্রুত সাংবাদিকতা পেশা ছেরে দিয়ে চায়ের দোকান অথবা মুদির দোকান করে তারা জীবন যাপনে ব্যস্ত হউক এটিই প্রত্যাশা থাকবে ।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.