সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার সচিবালয়ে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিতে যান ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নেতারা। সেখানে মন্ত্রী এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মহামান্য আদালত র্যাবকে দায়িত্ব দিয়েছে। র্যাব এটা নিয়ে কাজ করছে; আমাদের গোয়েন্দা সংস্থাগুলোও কাজ করছে। আমরা আশা করি, খুব শিগগিরই, ঘটনাটা কী ঘটেছিল, কে কে দায়ী ছিল, এগুলো আমরা বের করতে পারব। আমাদের চেষ্টা অব্যাহত আছে।
তিনি আরও বলেন, ‘এটা আমার নির্বাচনি এলাকাতেই হয়েছিল। আমিও দৌড়ে গিয়েছিলাম। আমিও মনে করি, যথেষ্ট দেরি হয়েছে। আমি চেষ্টা করব যাতে খুব জলদি ব্যবস্থা নিতে পারি।’