প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৮:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৪, ১:৪৩ পূর্বাহ্ণ
সাবেক এমপির গাড়ি বহরে হামলা, আ.লীগের সাবেক এমপি সহ ৯৯ জনের বিরুদ্ধে মামলা
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের গাড়ি বহরে হামলা, ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের অভিযোগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজসহ ৯৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় আরও ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন। এর আগে, সকালেই বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মামলাটি দায়ের করেন।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন: আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজ, তার দুই ভাই তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, অ্যাডভোকেট নূরুল হক ও সগুনা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবু সাঈদ, তাড়াশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মোনায়েম হোসেন জেমসসহ অন্যান্য নেতাকর্মী।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের ১২ ডিসেম্বর তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের বিনোদপুর বাজার সংলগ্ন খেলার মাঠ এলাকায় বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের গাড়ি বহরে হামলা চালায় আসামিরা। এসময় তারা ককটেল বিস্ফোরণ ঘটায় এবং ভাঙচুর করে। হামলায় আব্দুল মান্নান তালুকদারসহ বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে মামলাটি দায়ের করা হয়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানিয়েছেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.