সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়া উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বেরো ধানের হাইব্রিড জাতের বীজ ও শীতকালীন শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে।
২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ বিতরণ করা হয়। সিংড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা কৃষি অফিসের হলরুমে উপজেলার ১ হাজার ৯০০ জন কৃষকের মাঝে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ ও ৪০০ জনের মাঝে শীতকালীন শাক-সবজি বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ খন্দকার ফরিদ সভাপতিত্বে বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন।
এসময় সিংড়া উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার মাহমুদুল হাসান, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এস.এম রাজু আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক রবিন খান’সহ সাংবাদিক ও প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।