শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের ভাটপিয়ারী হাফিজিয়া ক্বওমী মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বাদ আছর থেকে ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন, সাবেক এ.টি.ও মোঃ আবু তাহের।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছির কোরআন হাফেজ মাওলানা মোঃ মুফতি আমির হামজা।
দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সিরাজগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুস সবুর রহমানী।
তৃতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মোঃ আব্দুল মতিন সিরাজী।
এসময় ভাটপিয়ারীর কৃতি সন্তান ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) জাহাঙ্গীর আলম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আমীর অধ্যক্ষ মাওলানা মোঃ শাহিনুর আলম, সহকারী সেক্রেটারি অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও অত্র মাদ্রাসার প্রধান উপদেষ্টা জহুরুল ইসলাম দুলাল, বিশিষ্ট সমাজসেবক ফারুক হোসেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার কর্ম পরিষদ সদস্য মাস্টার মঈদুল ইসলাম, মাওলানা মোঃ আতাউর রহমান, ছোনগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুস সালাম, ৪নং ওয়ার্ডের মেম্বার আমির হোসেন,বিশিষ্ট সমাজসেবক হেলাল উদ্দিন, ফারুক হোসেন, সেলিম রেজা,শহিদ জ্বল, মনছুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।