আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের চিলগাছা, বাহুকা, কোরালয়া ও রতনকান্দি গ্রামের স্থায়ী বাসিন্দাদের উদ্যোগে যমুনা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ করার দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২৯ জুন-২০২৪) দুপুর ২টা হতে বিকেল ৪ টা পর্যন্ত রতনকান্দি হাটে উক্ত প্রতিবাদসভাটি শুভগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান খোকা'র সভাপতিত্বে জাহাঙ্গীর আলম তারেক মাস্টার এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন। এসময়ে প্রতিবাদ সভায় বক্তব্যে রাখেন, রতনকান্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার মোতাহার হোসেন বাচ্চু, ৮নং ওয়ার্ড মেম্বার রফিকুল ইসলাম দুলু, ৯নং ওয়ার্ড মেম্বার শহিদুল ইসলাম, কাজিপুর উপজেলাধীন শুভগাছা ইউনিয়নের৪ নং ওয়ার্ড মেম্বার মোনারুল ইসলাম মাশু, মানবাধিকার কর্মী আখতারুজ্জামান ফারুক, রফিকুল ইসলাম মিন্টু সহ অন্যান্যরা।
প্রতিবাদ সভায় বক্তাগণ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, যমুনা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় আমাদের ঘরবাড়ি, জায়গা জমি সব নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এছাড়াও ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে, নদীর তীর ভেঙে যাচ্ছে। তাই অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষে হস্তক্ষেপ কামনার মাধ্যমে এলাকাবাসী মানববন্ধনটি শান্তিপূর্ণভাবে শেষ করে।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.