প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৫:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১০, ২০২৪, ৫:৫৪ অপরাহ্ণ
সিরাজগঞ্জের রতনকান্দির ভেন্নাবাড়িতে রাস্তা তো নয়, এ যেন একটি মরণ-ফাঁদ
মাসুদ রানা বাচ্চু সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি হাট টু আগবয়ড়া গ্রামের রাস্তাটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন থেকে রাস্তাটি সংস্কার করা হলেও জীবনের ঝুঁকি নিয়ে এ রাস্তাদিয়ে চলাচল করছে যানবাহনসহ এলাকার মানুষ,ও ভেন্নাবাড়ি উচ্চবিদ্যালয়ের শিক্ষক কর্মচারী এবং ছাত্র-ছাত্রীরা।
রাস্তাটি নির্মাণের পর থেকে প্রয়োজনীয় রক্ষনা বেক্ষন না থাকায় কিছু মাটির ব্যবসায়ীরা কুত্তা ট্রলি দিয়ে মাটি বোঝাই করে রাস্তা দিয়ে নিয়ে চলাচল করে রাস্তার বেহাল অবস্থা করে রেখেছে। আগবাড়া ফুলবয়ড়া,খুদ্দর বয়ড়া
সহ পার্শ্ববর্তী ধুনুট উপজেলার গজিয়াবাড়ী বাড়ি চকডাকাতিয়া এলাকার সকল জনসাধারণের সদর উপজেলা সহ হরিণা পিপুল বাড়িয়া বাজারের সাথে যোগাযোগের ক্ষেত্রে একমাত্র রাস্তা এটি। এছাড়াও প্রতিনিয়ত এ রাস্তা দিয়ে শতশত রিক্সা, ভ্যান, ইজিবাইক, ভডভডি, নসিমন, করিমন, সিএনজি, কৃষিজমি থেকে সকল ফসল নিয়ে আসে। রাস্তার বেশ কিছু যায়গায় বিষ্টিতে ভেংগে রাস্তার নিচ থেকে মাটি সরেগিয়ে খানাখন্দে পরিণত হয়েছে।
উপজেলার সাথে যোগাযোগের একমাত্র রাস্তা হওয়ায় অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা স্থানীয় জনপ্রতিনিধি কেউ এই বিষটি আমলে নিচ্ছেন না। কর্তৃপক্ষের নাকের ডগায় থাকলেও কোন লাভ হচ্ছে না স্থানীয় ভুক্তভোগীদের।
তারপরও দীর্ঘদিন ধরে রাস্তাটি মরন ফাঁদে পরিনত হলেও বন্ধ করা হচ্ছে না এসব মাটি কাটা কুত্তা ট্রলি সহ সকল মাটি কাটা যানবাহন বন্ধের নেওয়া হয়নি কোন উদ্যোগ। এলাকার কয়েক হাজার লোক র্মারাত্মক ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। এসব এলাকার স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ রাস্তা দিয়ে সর্বনিম্ন ৮ থেকে ১০ গ্রামের মানুষ চলাচল করে প্রতিনিয়ত। বয়ড়া ভেন্নাবাড়ি বাজারের রাস্থাটি অতিব্যস্ততম, এ বাজারে রয়েছে বড় বড় দোকান পাট হাটের পাশাপাশি বড় বড় ধান ব্যাবসায়ী, হাইস্কুল, প্রাইমারী স্কুল,মাদ্রাসা, কিন্ডারগার্টেন,
ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে।
অতি দ্রুত রাস্তাটির উপর দিয়ে মাটি কাটা কুত্তা ট্রলি সহ মাটি কাটা সকল যানবাহন চলাচল বন্ধ করা না হলে এখানে বড়ধরনের দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা রয়েছে। তাই বৃহত্তর জনস্বার্থে দ্রুত রাস্তাটির উপর দিয়ে মাটি কাটা গাড়ি চলাচল বন্ধ করা প্রয়োজন। এমতাবস্থায় এলাকা বাসীর জোরদাবী মাটি কাটা কুত্তা ট্রলি সহ সকল মাটি কাটা যানবাহন বন্ধ জন্য, স্থানীয় জনপ্রতিনিধিদের
হস্তক্ষেপ কামনা করেন, এবং রাস্তা টি মেরামত করার জোর দাবি করেন।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.