সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলা আইপি টেলিভিশন সাংবাদিক ফোরামের মাসিক সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৬ সেপ্টেম্বর দিন ব্যাপী সিরাজগঞ্জ পৌর শিশু পার্কে সিরাজগঞ্জ জেলার কর্মরত সকল আইপি টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের নিয়ে এই মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সমন্বয়ে সভাটি সিরাজগঞ্জ জেলা আইপি টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আশরাফুল ইসলাম জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলীম, সাংগঠনিক সম্পাদক মোঃ দিল, দপ্তর সম্পাদক মোঃ রুবেল সরকার, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম পলাশ, ক্রীড়া সম্পাদক মোঃ সুলতান মাহমুদ, সদস্য রেজাউল করিম, শাকিল আহমেদ, মোঃ এরশাদ আলী, মোঃ হোসেন আলী ছোট্ট।
অনুষ্ঠানে বক্তারা বলেন সাংবাদিকদের উপর অন্যায় ভাবে নির্যাতন, হামলা মামলা সহ্য করা হবে না। এছাড়াও সিরাজগঞ্জের সাংবাদিক প্রদীপ কুমার কে হত্যা ও সাংবাদিক মাকসুদার উপরে দুষ্কৃতীদের আক্রমণ এবং দৈনিক যুগের কথা পত্রিকার কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপরাধীদের আইনের আইনের আওতায় আনার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর নিকট উদার্ত আহ্বান জানান।
আগামীতে এরকম নেককারজনক ঘটনা ঘটলে সিরাজগঞ্জ জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম বৃহত্তর কর্মসূচির গ্রহণ করবে।
এসময় দৈনিক কলম সৈনিক পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ নজরুল ইসলাম, জয় টেলিভিশনের টুয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার মো. রাকিব হোসেন, সাংবাদিক মোঃ ফেরদৌস হোসেন, মোঃ ইয়ামিন হোসাইন উপস্থিত ছিলেন।
এর আগে সিরাজগঞ্জ সদর থানার নবাগত ওসি হুমায়ুন কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সিরাজগঞ্জ জেলায় আইপি টেলিভিশন সাংবাদিক ফোরামের সকল সদস্যবৃন্দ।