সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপসহকারী কৃষি কর্মকর্তাগণের আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ শীর্ষক ২ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিরাজগঞ্জ উপপরিচালকের কার্যালয় প্রশিক্ষণ হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে (ভারপ্রাপ্ত) উপপরিচালক এ, কে, এম মফিদুল ইসলাম।২ দিনব্যাপী প্রশিক্ষণে জৈব বালাইনাশকের গুরুত্ব, ব্যবহার এবং নিরাপদ উচ্চমূল্য ফসল উৎপাদন কলাকৌশল সমুহ সিরাজগঞ্জ জেলায় সম্প্রসারণ যোগ্য সম্ভাবনাময় রিলে ফসল, আন্তঃ/মিশ্র ফসল, নতুন ফসল বিন্যাস এবং পুকুর/ডোবার পাড় ও নদীর চরের পতিত জমিতে সম্ভাবনাময় ফসল চাষ মালচিং কি? মালচিংয়ের প্রকারভেদ ও উপকারিতা পলিথিন মালচিং এর মাধ্যমে ফসল চাষ কলাকৌশল, ফসল চাষের পানি সাশ্রয়ী পদ্ধতিসমুহ উত্তম কৃষি চর্চা (GAP) কি? উত্তম কৃষি চর্চার আলোকে ফসল উৎপাদন কৌশলসমুহ প্রকল্পের অগ্রগতি, প্রভাব ও কর্মকৌশল বাস্তবায়ন,সারের প্রকারভেদ, ফসলের জমিতে বহুল ব্যবহৃত রাসায়নিক সারসমুহ এবং পুষ্টি উপাদান পরিচিতি ও পরিমান, সার ব্যবস্থাপনা এবং ভেজাল সার নির্ণয়,বালাইনাশক কি ও কত প্রকার? বালাইনাশক ব্যবহার ও বাজারজাতকরণ আইনসমূহ, বালাইনাশক পরিদর্শকের দ্বায়িত্ব ও কর্তব্য, ভেজাল বালাইনাশক নির্ণয় ব্লক পরিকল্পনা, পাক্ষিক ভ্রমণ কর্মসূচী সিডিউল প্রস্তুতকরণ, শস্য কর্তনের পদ্ধতি এবং অতন্দ্র জরিপ ফসলের অত্যবশ্যকীয় পুষ্টি উপাদান এর প্রয়োজনীয়তা অভাব জনিত লক্ষণ এবং প্রতিকার পলিনেট হাউজ এবং কোল্ড স্টোরেজ পরিচিতি এবং ব্যবস্থাপনা সহ বিষয়ে প্রশিক্ষকবৃন্দরা আলোচনা করেন।
এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিরাজগঞ্জ অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো: মশকর আলী,অতিরিক্ত উপ-পরিচালক(উদ্যান) মো: এনামুল হক,অতিরিক্ত উপপরিচালক (পিপি)মো: জিয়াউর রহমান সহ উক্ত ২ দিনব্যাপী প্রশিক্ষণে সিরাজগঞ্জ জেলার ৬০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.