আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী জাতীয় কওমী জুটমিল পুনরায় চালুর দাবীতে জেলা জাতীয়তাবাদী শ্রমিকদল ও জাতীয়তাবাদী পাট শ্রমিকদলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে রায়পুর কওমী জুটমিল, ১নং মিলগেট সামনে অনুষ্ঠিত মানববন্ধনটি জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের (ভারপ্রাপ্ত) সভাপতি বিশা শেখ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক এম. এ ওয়াহাব।
মানববন্ধনে বক্তারা বলেন, এই কওমী জুট মিলটি বন্ধ হওয়ায় সিরাজগঞ্জের মেরুদন্ড ভেঙ্গে পড়েছে। বর্তমানে অধিকাংশ মানুষই কর্মহীন হয়ে পড়েছে। কাজের জন্য রিকশায় চালানো পেশায় ঝুঁকে পড়েছে। যে কারণে সিরাজগঞ্জে সবসময় যানজট লেগে থাকে। বর্তমান সরকার যদি কওমী জুটমীল চালু না করে তাহলে উত্তরবঙ্গের সকল পরিবহন বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.