স্টাফ রিপোর্টার:
“পেটের কৃমি পুষ্টি লুটে, ঔষধ খেলে মুক্তি জোটে ” এই শ্লোগান নিয়ে সিরাজগঞ্জে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২৩ মে হতে ২৯ মে ২০২৪ইং শুভ উদ্বোধন করা হয়।
সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে আয়োজনে বৃহস্পতিবার (২৩ মে-২০২৪) সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেন পুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের কৃমিনাশক ডোজ খাওয়ানো হয়।
এ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ রামপদ রায়, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, সিরাজগঞ্জ (স্বাচিপ)এর সাধারণ সম্পাদক ডাঃ জাহিদুল ইসলাম হীরা প্রমুখ।
এসময়ে সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তাগণ, হোসেন পুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ ও শিশু শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অত্রবিদ্যালয়ের সকল শিশুকেই কৃমি নাশক ক্যাপসল খাওয়ানো হয়।