এম এ মাজিদ, তাড়াশ :
ইসলামিক ফাউ-েশন সিরাজগঞ্জ সদর উপজেলার আয়োজনে জাতীয় শিশু-কিশোর ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ (৬ নভেম্বর )বুধবার দুপুরে সিরাজগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় শিশু-কিশোর ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা কাযালয়ের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহম্মেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আনিসুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আনিসুর রহমান বলেন,অপসংস্কৃতি রোধে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিশু-কিশোরদের মাঝে ইসলামের প্রকৃত শিক্ষা ছড়িয়ে দিতে হবে। এজন্য বেশি করে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা প্রয়োজন।আমাদের প্রিয় মহানবী (সা.) পৃথিবীতে এসেছিলেন শান্তির বার্তা নিয়ে। আগামী প্রজন্ম মহানবীর জীবনাদর্শকে সঠিকভাবে অনুসরণ করতে পারলে একটি শান্তিময় বিশ্ব প্রতিষ্ঠা করা সম্ভব হবে।