আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের চাষ সম্প্রসারণে বিরাজমান সমস্যা এবং এবং উত্তরণের পথ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। দাতা সংস্থাঃ দ্য চার্চ অফ জেসাস ক্রাইস্ট অফ ল্যাটার-ডে সেইন্টস, বাস্তবায়নকারী সংস্থাঃ হারভেস্ট প্লাস। লামা বিডি এবং ভিআরডিএস বাংলাদেশ প্রকল্প কার্যক্রম বাস্তবায়নে, মঙ্গলবার (২৭ আগষ্ট) সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের প্রশিক্ষণ হলরুমে উক্ত সভায় সভাপতিত্ব করেন, ডিএই (অবঃ) অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আরশেদ আলী।
সভায় সন্মানিত অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, খামারবাড়ি ডিএই (অবঃ) পরিচালক কৃষিবিদ শাহ মোহাঃ আকরামুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ বাবলু কুমার সূত্রধর, জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ এ,কে,এম, মফিদুল ইসলাম, জেলা বীজ প্রত্যয়ন অফিসার মুহাঃ মশিদুল হক, ডেপুটি সিভিল সার্জন ডাঃ আ.ফ.ম.ওবায়দুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, হারভেস্ট প্লাস
রিজিওনাল কো-অর্ডিনেটর মোঃ জাকিউল হাসান, শুভেচ্ছা বক্তব্য রাখেন ভিআরডিএস নির্বাহী পরিচালক ফকরুন নাহার। সভায় উক্ত প্রকল্পের বিষয়বস্তু উপস্থাপন করেন, এলডিএস প্রজেক্ট কনসালটেন্ট সালে মোঃ শিহাব উদ্দিন এবং হারভেস্ট প্লাস কমিউনিকেশন ও অ্যাডভোকেসী অফিসার সৈয়দা নুহেরা বেগম।
দেশীয় বিজ্ঞাানীদের উদ্ভাবিত জিংক সমৃদ্ধ ধান চাষ সম্প্রসারণে উৎসাহিত করতে এবং মানবদেহে জিংক ঘাটতি হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় এ বিষয়ে আরো আলোচনা করেন, সদর উপজেলা খাদ্য দপ্তরের খাদ্য পরিদর্শক, সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম , বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট কামারখন্দ সিরাজগঞ্জের সাইন্টিফিক অফিসার সামিয়া লুৎফা হাসান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন সিরাজগঞ্জ অফিসের সিনিয়র সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত, কাজিপুর উপজেলা কৃষি অফিসের কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম, কামারখন্দ উপজেলার কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার মোছাঃ মিশু আক্তার তাড়াশ উপজেলা কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ নাসির আহমেদ খান, বেলকুচি উপজেলা কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ অফিসার সাব্বির আহমেদ শুভ, রায়গঞ্জ উপজেলা কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ অফিসার সামুরা আফসানা হক মৌনী, বাংলাদেশ সীড এ্যাসোসিয়েশন (বিএসএ) সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মামুনুল ইসলাম পাপ্পু, মানবমুক্তির সংস্থা কৃষিকর্মকর্তা মোস্তাফিজুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।