আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা, কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে জেলা পর্যায়ে ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার সকালে সিরাজগঞ্জ শহরের বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে কাবাডি, দাবা খেলা এবং সিরাজগঞ্জ সরকারি শিশু পরিবার পুকুরে সাঁতার প্রতিযোগিতা শেষে বিকেলে বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার এবং খেলার উদ্বোধন ও সভাপতিত্ব করেন, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা ,শাহাজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাত হোসেন, কামারখন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী , জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক শফিকুল ইসলাম , সহকারী পরিদর্শক রবিউল হাসান রিপন, সহকারী পরিদর্শক মাকসুদা খাতুন, গবেষণা কর্মকর্তা আলমগীর হোসেন, বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুস ছালাম , সিরাজগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি সুলতানা, হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহেল কফি সিরাজগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদুল ইসলাম প্রমুখ।
উক্ত খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, ভিক্টোরিয়া হাই স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র আবু হুরায়রা ও গীতা পাঠ করেন, সিরাজগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী উপমা সরকার।
খেলা পরিচালনা করেন, বিভিন্ন বিদ্যালয় এর ক্রীড়া শিক্ষক এতে অংশ গ্রহণ করেন বিভিন্ন উপজেলা থেকে বিজয়ী চ্যাম্পিয়ন দল সমূহ ।
উক্ত অনুষ্ঠানের প্রথম পর্বে সঞ্চালনা করেন, জাহানারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার ছানোয়ার হোসেন ও দ্বিতীয় পর্বে সঞ্চালনা করেন ডাঃ তাসমিনা মতিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (শরীর চর্চা) আলমগীর হোসেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড স্কুলের ক্রীড়া শিক্ষক হাফিজুল ইসলাম,হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শামীম আরা লাজ , কওমী জুট মিলস স্কুলের ক্রীড়া শিক্ষক হাসান জাহিদ ইকবাল , সিরাজগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক নন্দিতা দাস, সবুজ কানন উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রওশন আরা , মিরপুর উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোতাহার আলী ও অন্যান্য বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকেরা উপস্থিত ছিলেন।