প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৪, ১১:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ২:১২ পূর্বাহ্ণ
সিরাজগঞ্জে তিন উপজেলায় ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা
নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জে তিন উপজেলায় শিক্ষার্থীদের মেধা বিকাশে মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচিত ছাত্র-ছাত্রীদের নিয়ে উপজেলা পর্যায়ে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা গুলো হলো, তাড়াশ, উল্লাপাড়া ও শাহজাদপুর।
সোমবার (১৮ নভেম্বর) সকালে বে-সরকারী উন্নয়ন সংস্থা গুডনেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে তাড়াশ ইসলামিয়া মডেল হাইস্কুলের হলরুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সিডিপি ম্যানেজার মোশাররফ হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেন।
অপরদিকে মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে উল্লাপাড়া উপজেলার মোমেনা আলী বিজ্ঞান স্কুল এন্ড কলেজের হলরুমে এই প্রতিযোগিতা হয়। সিডিপ ম্যানেজার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.কে.এম শামসুল হক।
একই দিন বিকেলে শাহজাদপুর উপজেলার তালগাছী আবু ইসহাক উচ্চ বিদ্যালয় হলরুমে এই প্রতিযোগিতা হয়। সিডিপি ম্যানেজার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন।
সহকারী প্রোগ্রাম ম্যানেজার শাফিউদ্দীনের সঞ্চালনায় স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, গুড নেইবারস সিরাজগঞ্জ সিডিপির প্রোগ্রাম ফ্যাসিলিটেটর সোনিয়া আফরিন সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ে দক্ষ করতে তিন উপজেলার ৭৩টি বিদ্যালয়ের শিক্ষার্থী ওয়ার্ড মাষ্টার প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। সেইসাথে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.